আগাম জামিন

আগাম জামিন হলো এমন একটি জামিন যা আদালত গ্রেপ্তারের আগেই মঞ্জুর করে থাকে। বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিনের কোনো সুস্পষ্ট বিধান নেই। তবে, ৪৯৮ ধারায় উল্লিখিত “হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যেকোনো ক্ষেত্রে যেকোনো ব্যক্তিকে জামিন মঞ্জুরের নির্দেশ দিতে পারেন” শব্দগুচ্ছের সম্প্রসারিত অর্থ দ্বারা অভিযুক্তকে ক্ষেত্রবিশেষে আগাম জামিন প্রদান করা হয়।যখন কোনো ব্যক্তির এ রকম আশঙ্কা থাকে যে কোনো অজামিনযোগ্য মামলায় ওই ব্যক্তি গ্রেপ্তার হতে পারেন, তখন তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কিছু বিষয় বিবেচনা করে তার আগাম জামিন মঞ্জুর করতে পারেন। আদালত কোনো ব্যক্তির পক্ষে আগাম জামিন মামলার তদন্ত পর্যায় থেকে শুরু করে মামলার অভিযোগপত্র দেওয়ার পরও অনুমোদন করতে পারেন। তবে, আসামি একবার গ্রেপ্তার হলে তখন আর আগাম জামিনের আবেদন করা যায় না। তখন তাকে নিয়মিত জামিনের জন্য দরখাস্ত করতে হয়।

Comments are closed

Categories

Latest Comments

No comments to show.